রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জেলার দুর্গম উপজেলা অষ্টগ্রামের খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শ’ শিক্ষার্থীর পাঠদান করেন একজন শিক্ষক। পাঠদান ও অফিসের দাপ্তরিক কাজ একহাতে সামলান তিনি। জেলার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনপদের এই বিদ্যালয়ের খোঁজ নিয়ে জানা যায়, প্রাক-প্রাথমিকসহ ৬ শিক্ষকের বিদ্যালয় এটি। ২০১৩ সালে ২ জন সহকারী শিক্ষক রেখে বদলি হন প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র দাস। ২০১৫ সালে মে ও নভেম্বর মাসে অবসরে সেই ২ সহকারী শিক্ষক। পরে উত্তর আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রেষণে কর্মরত হন মুহাম্মদ মাহমুদ হাসান ও হারুন-অর-রশিদ। বছর ঘুরে হারুন-অর-রশিদ চলে গেলেও মো. মাহমুদ হাসান থেকে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে বাজুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই থেকে ৪৪৩ জন শিক্ষার্থীর পাঠদান, বিদ্যালয়ের দাপ্তরিক কাজ, উপবৃত্তি, শিশু জরিপ, ভর্তি সহ সকল কার্যক্রম একাই চালিয়ে যাচ্ছেন সাধ্যমত। এতে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে বিঘিœত হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মুহাম্মদ মাহমুদ হাসান ইনকিলাবকে বলেন দশ হাতে কাজ করি। দপ্তরি থেকে প্রধান শিক্ষক এবং পাঠদানে বিরামহীন কাজ করি। চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্ষতিরোধে। জরুরি শিক্ষক দেয়া দরকার। অভিযোগ স্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক প্রতিবেদককে জানান পাঠদানের ক্ষতি বর্ণনা করার মতো নয়। তবে জানুয়ারিতে শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হবে। মৌখিকভাবে আরও একজন সহকারী শিক্ষক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।