Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে ৩ কেন্দ্র ভোট গ্রহণের জন্য নির্ধারণ

জেলা পরিষদ নির্বাচন

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলাকে ৭, ৮ ও ৯ তিনটি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। তিনটি ওয়ার্ড থেকে ৩ জন সাধারণ সদস্য ও পুরো উপজেলা থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য সরাসরি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য ও ইউপি সংরক্ষিত মহিলা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। উপজেলা ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন, ৮নং ওয়ার্ডের জন্য নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডের জন্য সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ। এ তিনটি ওয়ার্ডে তিনটি ভোট কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি কেন্দ্রে ভোট প্রদানের জন্য দুইটি করে বুথ থাকবে। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নকে মোট তিনটি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, পিরোজপুর ও শম্ভুপুরাকে ৭নং ওয়ার্ডে। সোনারগাঁও পৌরসভা, বারদী ও সনমান্দি ইউনিয়নকে নিয়ে ৮নং ওয়ার্ডে এবং জামপুর, সাদীপুর, কাঁচপুর ও নোয়াগাঁও ইউনিয়নকে ৯নং ওয়ার্ডে ভাগ করা হয়েছে। এ তিনটি ইউনিয়ন থেকে একজন করে মোট তিনজন সদস্য জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হবেন। পাশাপাশি  এ তিনটি ওয়ার্ডকে একত্রে সংরক্ষিত ৩নং ওয়ার্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ সংরক্ষিত ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হবেন। সোনারগাঁ উপজেলার সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৪টি পদে ১১জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। উপজেলার ৭নং ওয়ার্ড মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা থেকে  সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের ছোট ভাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন হাতি প্রতীক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নু পেয়েছেন তালা প্রতীক। উপজেলার ৮নং ওয়ার্ড সোনারগাঁও পৌরসভা, সনমান্দি ও বারদী থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাইম ইকবাল পেয়েছেন তালা প্রতীক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসেন সিলিং ফ্যান ও  দেলোয়ার হোসেন পেয়েছেন ঘুড়ি প্রতীক। এদিকে, উপজেলার ৯নং ওয়ার্ডে কাঁচপুর, সাদিপুর, জামপুর ও  নোয়াগাঁও ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার পেয়েছেন সিএনজি প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁন পেয়েছেন হাতি প্রতীক ও জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুন নূর পেয়েছেন তালা প্রতীক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ