Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে ব্যস্ত সময় পার করছে ছাতকের কৃষক

রোপা আমনের বাম্পার ফলন

প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫০ পিএম, ২৫ ডিসেম্বর, ২০১৬

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে চলতি বছরে রোপা-আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা এখন মাঠে দিনভর ধান কাটা ও মাড়াই-ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। এবার রোপা-আমনের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে। নবান্ন উৎসবকে সামনে রেখে এখানে গ্রামে গ্রামে চলছে স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলার কাজ। চলতি মৌসুমে রোপা-আমন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুণের চেয়ে বেশী উৎপাদন হয়েছে। দোলারবাজারের কৃষক নজরুল ইসলাম, কালারুকার নুর উদ্দিন, নোয়ারাই সাহবাজ মিয়াসহ একাধিক কৃষক জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা খরায় ফসল ক্ষতিগ্রস্ত হয়নি। যথাযথ পরিচর্যা ও সময়মত সার ব্যবহার করায় ফসল আশানুরূপ হয়েছে। অধিক ফসল উৎপাদনে এখানের কৃষকরা কৃষি ক্ষেত্রে নিয়েছে একাধিক প্রশিক্ষণ। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পর্যাপ্ত সার প্রয়োগের ফলেই তারা কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারছে। কৃষি অফিসের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে ৪ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ৯ হাজার ৫২০ হেক্টর জমিতে রোপা-আমন ধান অর্জিত হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫হাজার ৩শ হেক্টর অধিক জমিতে আমন চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উফশী জাতীয় চাষাবাদ করা হয়েছে ৬ হাজার ৪৭০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩ হাজার ৫০ হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ করা হয়েছে। উফশী জাতীয় বিআর-১১ চাষ ৩ হাজার ৮৫৫ হেক্টর, বিআর-২০ চাষ ২৮৮ হেক্টর ও বিআর-২২ চাষ ২২২ হেক্টর, পাজাম জাতীয় ৩৫ হেক্টর, ব্রি ধান-৩২ চাষ ৮৭ হেক্টর, ব্রি ধান-৩৪ চাষ সুগন্ধি ৮ হেক্টর, ব্রি ধান-৩৯ চাষ ১১৫ সুগন্ধি, ব্রি ধান-৪৯ চাষ ৯৯০ সুগন্ধি, ব্রি ধান-৫২ চাষ ৮৬০ হেক্টর, এবং বিনা ধান-১১ চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের মধ্যে লতি সাইল ২১০ হেক্টর, গান্ধি ৫ হেক্টর, চেংগের মুড়ি ৭৯৬ হেক্টর, মালতী ৩১২ হেক্টর, গোয়ারচর ৪৬১ হেক্টর, কালিজিরা ৫৭০ হেক্টর, ময়না সাইল ৩শ হেক্টর, বিরুইন সুগন্ধি ৩৪৪ হেক্টর, তুলসী মালা ১২ হেক্টর ও নাজির সাইল ৪০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক জানান, কৃষকরাও তাদের প্রশিক্ষণ ফসলের মাঠে কাজে লাগিয়েছেন বলেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ