রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল ইসলাম শামীমের স্ত্রী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম হ্যাপী অভিযোগ করেছেন, তার অসুস্থ স্বামীকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গতকাল রোববার দুপুরে স্বামীর মুক্তি দাবীতে শহরের হারুয়াস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হ্যাপী আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহলের ইশারায় পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর শামীমকে সমাজে হেয় করে ভবিষ্যতে ঘোলা পানিতে মাছ শিকারের হীন ষড়যন্ত্র হিসেবে প্রকৃত ঘটনাকে আড়াল করে কথিত মনগড়া কাহিনী লিখে তাঁর বিরুদ্ধে ছিনতাই মামলার নাটক সাজানো হয়েছে। এ সময় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাংস্কৃতিক কর্মী রায়হান ইউ আহমেদ, শহরের বড় বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আবদুর রাশিদ ব্যাপারী, মাহমুদা আক্তার, জেলার শ্রেষ্ঠ তরুণ আয়কর দাতা ও হারুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল হক লাভলু, বিশিষ্ট সমাজ কর্মী নাজমুল আলম, শহীদুল্লাহ কায়সার শহীদ, শিহাব উদ্দিন আহমেদ, নাজিম আহমেদ সুমন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।