Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারচুপির আশঙ্কা, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ। তিনি আরো বলেন তার বিজয় ঠেকাতে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী মঈনুদ্দীন মন্ডলের সমর্থকরা কেন্দ্র দখল করে ভোট কারচুপির পাঁয়তারা করছে। এসব বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছেন তিনি। গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এক সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদ এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহেদ অভিযোগ করেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। বিষয়টি আঁচ করতে পেরে গত ২/৩দিন ধরে পুলিশ দিয়ে তার সমর্থক ভোটারদের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্য আওয়ামী লীগ প্রার্থীর প্রতীকে সিল মেরে দলের এজেন্টদের দেখানোর জন্য সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো অভিযোগ করেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের ৫নং ওয়ার্ড কেন্দ্রের ভোটারদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে প্রকাশ্য সিল মারার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন। এছাড়া  নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ওই উপজেলা চেয়ারম্যান সরকারি গাড়ি ব্যবহার করছেন নির্বাচনী প্রচারণার কাজে। এছাড়া আদিনা ফজলুল হক সরকারি কলেজ, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়, কালিনগর উচ্চ বিদ্যালয়, দেবীনগর দিয়াড় মহাবিদ্যালয় ও নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সংসদ সম্মেলনে আব্দুল ওয়াহেদ বলেন এসব কেন্দ্র দখল ও তার সমর্থক ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে না দেয়ার আশঙ্কা করছেন তিনি। এছাড়া নির্বাচনের ফলাফল উল্টে সরকারি দলের প্রার্থীকেও বিজয়ী করা হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াহেদ আরো অভিযোগ করেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মঈনুদ্দীন মন্ডলকে বিজয়ী করতে প্রকাশ্য কাজ করছেন তার ভাগ্নে বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ