রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন নেছা কনা ও তার স্বামী মুর্তুজা স্বপনকে মারধর ও শিক্ষিকার স্বর্নালংকার গত শনিবার রাতে ছিনিয়ে নেওয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানায় অভিযোগ করেছে শিক্ষিকা। জানা যায়, ড্রাইভার জসীম প্রকাশ বাঘা জসীম সরকারি কলনিতে বসবাস করে। গত শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জসীম, তার ছেলে শাহাদাৎ, আবদুল হালীমসহ কয়েক জন তাদেরকে মারধর করে ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়। ওই সময় তাদের আর্তচিৎকারে স্থানীরা এগিয়ে এসে দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারের বালিকা বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার জন্য আমি মডেল থানার ওসি কে বলেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।