Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পোশাক শ্রমিক অসন্তোষের ৫ম দিন, আজোও ৫৯ কারখানা বন্ধ

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ৫:১৮ পিএম

আশুলিয়া সংবাদদাতা : বিজিএমএ’র ঘোষণায় ৫ম দিনের মতো আজও বন্ধ রয়েছে সাভার উপজেলার আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৯টি পোশাক কারখানা।

অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখের কারখানাগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। কাজে যোগ দিতে কয়েকটি বন্ধ কারখানার সামনে শ্রমিকদের অপেক্ষা করতে দেখা গেছে।

এদিকে বন্ধ থাকা কারখানার প্রধান ফটকগুলোর সামনে ছাড়াও গোটা শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের কারখানা কিংবা মহাসড়কে না ওঠতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শ্রমিক অসন্তোষের ঘটনায় প্রায় এক হাজার জনকে আসামি করে ফাউন্টেন, এনআরএন, দি রোজ ড্রেসেস, উইন্ডি গ্রুপ, শারমিন গ্রুপ, হামীম গ্রুপ কারখানা কর্তৃপক্ষ ৭টি ও পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ১০ শ্রমিক, ৮ শ্রমিক নেতা, স্থানীয় সাংবাদিক ও সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে আড়াইশ শ্রমিককে।

শিল্পাঞ্চলের জামগড়া, জিরাবো, নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো ছাড়া ডিইপিজেডসহ অন্যান্য এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ