Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋষভকে নিয়ে ফের কটাক্ষ, সামলালেন উর্বশী

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দিন কয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটর ঋষভ পন্থ। তাঁর অবস্থা এখনও সংকটজনক। এরপর থেকেই অভিনেত্রী উর্বশী রাউতেলার এক একটি পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। উর্বশী এবং ঋষভের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই বহাল রয়েছে। কিন্তু কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন নি, উল্টে একে অপরের উপর তাঁরা বিদ্বেষী মনোভাবও দেখিয়েছেন। তবে ঋষভের দুর্ঘটনার পর অভিনেত্রীর এক একটি পোস্টে ঋষভের জন্যে প্রার্থনা নেটি নাগরিকদের মোটেও নজর এড়িয়ে যায়নি। তবে এই নিয়েও অভিনেত্রীকে নিয়ে চলেছে তুলোধোনা। সম্প্রতি বিশাখাপত্তনমে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উর্বশী। আর মঞ্চে উঠতেই উর্বশীকে দেখে ঋষভ পন্তের নাম ধরে চিৎকার করতে শুরু করেন দর্শকরা। কেননা তাঁদের খবরের বাজার এখন সরগরম। জানা গিয়েছে, উর্বশী দুর্ঘটনার পর ঋষভ পন্থের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন, যেই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। অনুষ্ঠানে অভিনেত্রী তাঁর আসন্ন ছবি, ‘ওয়ালটেয়ার ভিরাইয়া’-এর প্রচারের জন্য গিয়েছিলেন। সেখানেই উর্বশী মঞ্চে উঠতেই তাঁকে দেখে ঋষভ পন্তের নাম ধরে সবাই চিৎকার করতে শুরু করেন। তবে অভিনেত্রী একটুও বিরক্ত না হয়ে, উল্টে অত্যন্ত সংবেদনশীলভাবে পরিস্থিতি সামাল দেন এবং তাঁর বক্তব্য চালিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামেই শেয়ার করে নিয়েছেন উর্বশী। কোনও ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া না করেই অভিনেত্রী পরিস্থিতি সামলান। আর তাঁর এহেন উপস্থিত বুদ্ধি দেখে স্বয়ং চিরঞ্জীবীও তাঁর প্রশংসা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ