Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে যুবক-যুবতীর লাশ উদ্ধার

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১:২১ পিএম | আপডেট : ৪:১২ পিএম, ২৫ ডিসেম্বর, ২০১৬

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরের পদ্মার চর থেকে জালাল (২৫) নামে এক যুবকের ও সিংড়ার বাঁশের ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে লাশ দুইটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
জানা যায়, আজ রোববার সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকার পদ্মার চরের একটি আখ ক্ষেতে মাথাসহ গলা পর্যন্ত পুতে রাখা জালালের লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। নিহত যুবক জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। পরিবারের লোকজন গিয়ে জালালের লাশ সনাক্ত করে। লালপুর বাজারে একটি পানের দোকান আছে। পড়াশোনার পাশাপাশি সে ওই দোকান পরিচালনা করে নিজের পড়াশোনার খরচ যোগাতো। গতরাতে রাতে সে বাড়ি ফেরেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জেলার সিংড়া উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় আজ রোববার সকালে একটি জমির খড় পোড়ানোর জন্য আগুন দেয়। এ সময় ২০/২২ বছরের এক যুবতীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পড়নে গোলাপী রং এর সালোয়ার কামিজ পড়া ছিলো। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করে কেউ ফেলে রেখে চলে গেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ