Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১০:৩২ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তা পারাপারের সময় একজন শ্রমিক বাসচাপায় নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার হরতকীতলা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে বেলা একজন শ্রমিক বাসা থেকে বের হয়ে মাহম্মুদ কারখানায় যাওয়ার জন্য রওনা দেন। এসময় ওই শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে শ্রমিক নিহত হয়।
খবর পেয়ে সহস্রাধিক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় রাস্তার দুপাশে থাকা শতাধিক যানবাহন ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করতে থাকে মহাসড়কের উপরে।
এ ঘটনায় রাস্তার দুপাশে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছে। তবে শান্ত করার জন চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ