Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে চার্জশিট-ভুক্ত ৫১ আসামি কারাগারে

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১১:১৫ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিট-ভুক্ত ৫১ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নাশকতাসহ বিভিন্ন মামলা থাকার অভিযোগে মিঠাপুকুর উপজেলার এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
শনিবার কিছু আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকি আসামিদের সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি মিজানুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ