Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফরোজা হাসানের তিমির গান শীর্ষক গল্পনির্ভর চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে আফরোজা হোসেন সারা এবং তাঁর টিমের অ্যানিমেশন শর্ট ফিল্ম, ‘তিমির গান’ শীর্ষক গল্পনির্ভর চিত্র প্রদর্শনী। বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মিসেস ম্যারি মাসদুপুইয়ের উপস্থিতিতে প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় গত শুক্রবার। ‘তিমির গান’ একটি নির্মাণাধীন ক্লাসিক ২ডি অ্যানিমেটেড শর্ট ফিল্ম যেখানে মানুষের সীমাহীন লোভের কারণে পরিবেশের ধ্বংস এবং তার ফলে আসন্ন মহাবিপর্যয়কে একজন বঞ্চিত জেলের দৃষ্টিকোণ থেকে এবং এক শোকার্ত মা তিমির রূপকে প্রকৃতির বিদ্রোহকে চিত্রিত করা হয়েছে। এই প্রদর্শনীতে অত্যন্ত সংবেদনশীল এবং চমকপ্রদ চিত্রের একটি সিরিজের মাধ্যমে ফিল্মের গল্পটি তুলে ধরা হয়েছে। মুড-বোর্ড, ফিল্মের কনসেপ্ট পেইন্টিং এবং লেখনীর সম্মিলনে প্রদর্শনীটি একটি সুসমন্বিত কিন্তু একক রূপে ধরা দিয়েছে। আফরোজা হোসাইন সারার আকাক্সক্ষা, একজন অ্যানিমেশন ফিল্ম ডিরেক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং তার সহ-প্রতিষ্ঠিত টিম প্ল্যাটফর্ম লিমিটেডের মাধ্যমে তরুণ বাংলাদেশী প্রতিভাবানদের জন্য যথাযথ সুযোগ তৈরী করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে ¯œাতক শেষ করার সময় (২০১৪) থেকেই তিনি ২ডি অ্যানিমেশনে মনোনিবেশ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন অ্যানিমেশন স্টুডিও, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং অন্যান্য সংস্থার সাথে কাজ করেন। এর পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্টোরিল্যাব, প্রদর্শনী ও আর্ট রেসিডেন্সিতে অংশগ্রহণ অব্যাহত রেখেছেন, যার মধ্যে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব ২০২৩; ভ্যাল ফিল্ম ফেস্টিভাল স্ক্রিনপ্লে প্রতিযোগিতা (কোয়ার্টার ফাইনালিস্ট); ক্লাইমেট স্টোরি ল্যাব সাউথ এশিয়া ২০২২; ওরা এগারো জন- ৩য় সংস্করণ, বাংলাদেশ আর্ট উইক, ঢাকা গ্যালারি; মেটা ময়না (এনএফটি প্ল্যাটফর্ম), আর্ট ইন ¯েপস, ডাউনটাউন দুবাই; ট্রামওয়েল্ট, লাইট-হাউস গ্যালারি, বার্লিন; কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস-এ রেসিডেন্সি অন্যতম। তার এই প্রদর্শনীটি চলবে মঙ্গলবার, ২৪ জানুয়ারি। বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ