Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হচ্ছে ‘নাগিন ৬’, নায়িকা হিসেবে তেজস্বীকে যে জন্য বেছেছিলেন একতা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের একটি ‘নাগিন’। ধারাবাহিকের প্রথম সিজনে ‘সর্পিণী’ বেশে দেখা মিলেছিল অভিনেত্রী মৌনী রায়ের। একতা কাপুরের নাগিন সিরিজের হাত ধরেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে বঙ্গতনয়ার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এরপর নাগিন সিরিজের মুখ্য চরিত্রে নাম লেখান একাধিক জনপ্রিয় তারকা। বলা চলে, এই ধারাবাহিকের হাত ধরেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছেন তেজস্বী প্রকাশ-সহ একাধিক অভিনেত্রীরা। এবার তেজস্বীর বিদায়ের পালা। উর্বশী ধোলাকিয়া থেকে সুরভী জ্যোতি, অনিতা হাসনান্দি একাধিক অভিনেত্রীরা একতা কাপুরের নাগিনে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বর্তমানে ৬ নম্বর সিজন চলছে ‘নাগিন’ ধারাবাহিকের। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তেজস্বী প্রকাশ। এই অভিনেত্রীও খ্যাতির শীর্ষে রয়েছেন। শোনা যাচ্ছে, নাগিন ৬ শেষ হচ্ছে। শুরু হবে নাগিন ৭। ধারাবাহিকের নির্মাতা একতা কাপুর, ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল পরিচালক। তাঁর নির্মিত অনেক ধারাবাহিক এখন আইকনিক শোয়ের তালিকায় রয়েছে। তাঁর নির্মিত নাগিন ফ্র্যাঞ্চাইজের ষষ্ঠ সিজন শেষ হচ্ছে। তেজস্বী প্রকাশকে ষষ্ঠ মরসুমের প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়েছিল কেন, সেই বিষয়ে একটি ভিডিও শেয়ার করে প্রযোজক বলেছেন, এই নাগিনের জন্য অনেক ভালোবাসা। তাঁকে বিগ বসের ঘরেই খুঁজে পেয়েছিলাম, তাঁর রুক্ষ মেজাজ আমাকে আকর্ষণ করেছিল। তবে এখন শেষ, পরবর্তী সিজনের জন্যে আবারও বিগ বসে যাচ্ছি, দেখা যাক এবার সেখান থেকে আমরা কাকে খুঁজে পাই। বর্তমানে অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে তেজস্বী প্রকাশ ডেটিং করছেন। অন্য একটি ভিডিওতে, একতা কাপুর নাগিনের এই সিজনের সমাপ্তি ঘোষণা করে বলেছেন, যেহেতু আমরা নতুন ফোকলোর উইকএন্ড চালু করছি। তাই এখন ‘নাগিন ৬’কে বিদায় জানানোর সময়! অভিনেতা অর্জুন বিজলানি পোস্টের উত্তর দিয়ে বলেছেন, জয় মাতা দি! এই ফ্র্যাঞ্চাইজের অংশ হতে পেরে ধন্য। সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। নাগিনের জন্য ইকে ম্যামকে ধন্যবাদ। নকুল মেহতা লিখেছেন, আপনাকে এবং টিমকে অনেক অভিনন্দন। কয়েকদিন আগে, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা দুজনের নাচের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা ‘বিগ বস ১৫’-এ ডেটিং শুরু করেছিলেন। তেজস্বী প্রকাশ শো জিতেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ