Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাউছুল আজম কনফারেন্সের প্রচারণায় জেলা ও নগরীতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে মুুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল (সোমবার) চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠেয় গাউছুল আজম কনফারেন্স’র প্রচারের লক্ষ্যে গত শনিবার জেলা ও নগরীতে এক বর্ণাঢ্য মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। শত শত মোটর সাইকেল যোগে এ র‌্যালিটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী, কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া, মদুনাঘাট, নজুমিয়াহাট, কাপ্তাই রাস্তার মাথা হয়ে বহদ্দার হাট, চকবাজার, আন্দরকিল্লা, জামালখান, গণি বেকারী মোড়, অলি খা মোড়, মির্জা পোল, মুরাদপুর, ২নং গেইট, বায়েজীদ গাউছুল আজম সিটি, অক্সিজেন হয়ে হাটহাজারী রাঙ্গামাটি রোড দিয়ে রাউজান সদরে শেষ হয়। কনফারেন্স উপলক্ষে রাউজানের বিভিন্ন সড়ক ও চট্টগ্রাম নগরী জুড়ে সুসজ্জিত তোরণ, বিলবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড উত্তোলন ও অভিনব মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে গাউছুল আজম কনফারেন্স এর প্রচারণায় গ্রাম ও নগরের বিশাল এলাকা জুড়ে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের হযরতুলহাজ্ব অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম নাছির উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ