বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল, বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ দুইজন অস্ত্র ও একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ , রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর বেলপুকুর থানাধীন জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড তাজা গুলি-সহ মো: আকাইদ হোসেন দিপু (১৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটক দিপু রাজশাহীর চারঘাট থানাধিন বিজইর গ্রামের মো: ফরমান আলীর ছেলে।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার কাছ থেকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র পিস্তল, ম্যাগজিন ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।
অপর এক অভিযানে, ৩৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাজশাহীর চারঘাটে ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজশাহীর চারঘাট থানাধীন রাওথা (দাড়িপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারববারিরা হলো: চারঘাট থানার রাওথা (দাড়িপাড়া) গ্রামের মৃত: কাশেম আলীর ছেলে মো: আকবর আলী ভুট্টু (৫০) ও একই গ্রামের মো: আতাহার আলীর ছেলে মো: শাহাবুল (৩৫)।
এ ব্যপারে গ্রেফতারকৃত একজন অস্ত্র ও দুইজন মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।