Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানা থেকে ছাড়া পেয়েই হাসপাতালে রাখি, দিলেন আবেগী পোস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১০:১৪ এএম

আলোচনায় থাকতেই পছন্দ করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে বর্তমানে খবরের শিরোনামে আছেন বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাত ইস্যুতে। তার মাঝেই চলে আসে রাখির আটকের খবর। শার্লিং চোপড়ার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাখিকে আম্বোলি থানার পুলিশ গ্রেপ্তার করে। বেশ কয়েক ঘণ্টা জেরা করার পর রাখিকে ছেড়ে দেয় পুলিশ।

জানা গেছে, থানা থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে হাসপাতালে মাকে দেখতে পৌঁছে যান রাখি। হিজাব পরে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তড়িঘড়ি গাড়ি থেকে নেমে হেঁটে চলেছেন। সেই সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাখি। আটক প্রসঙ্গে রাখি মুখ খোলেননি। তবে নিজের শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল নেই সেই কথা বলেন রাখি। সারাদিন কিছু খাননি সেই কথাও বলেন। এরপর রাখিকে ‘জয় মহারাষ্ট্র, জয় ভারত’ স্লোগান দিতে শোনা যায়।

এদিকে পুলিশী জেরার পর ঘরে ফিরে রীতিমত ভেঙে পড়েন রাখি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘সবচেয়ে মূল্যবান তরল যদি কিছু হয় তা অশ্রু, যার ১% পানি এবং ৯৯% আবেগ। তাই কাউকে আঘাত করার আগে দুইবার ভাবুন।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাখি গ্রেফতার হওয়ার পর সামাজিক মাধ্যমে শার্লিন লিখেছিলেন, ‘ব্রেকিং নিউজ়! ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। গতকাল রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছে মুম্বইয়ের সেশন কোর্ট।’

শার্লিন চোপড়ার অভিযোগ ছিল, রাখি সাওয়ান্ত সাংবাদিক বৈঠক ডেকে তার একটি অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন। কুরুচিপূর্ণ ভাষা এবং ইঙ্গিত করে রাখি সেই ভিডিও দেখান বলে অভিযোগ। শুধু শার্লিনই নন, রাখিও তার বিরুদ্ধে ওশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। রাখি সাওয়ান্তের প্রেমিক বদল করা নিয়েই নাকি কুরুচিকর মন্তব্য করেছিলেন শার্লিন।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি প্রেমিক আদিল খানের সঙ্গে আইনি বিয়ের ছবি শেয়ার করার পরেই খবরের শিরোনামে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত। আদিল খানকে বিয়ের পর ওমরাহ করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন রাখি। তার মতে, ওমরাহ করতে গেলে নিজেদের সম্পর্ক আরও মজবুত হবে। দুনিয়ার কোনো শক্তি তখন সেই সম্পর্ক আর ভাঙতে পারবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ