Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে আজম ও শোকরিয়া জুলুস

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : দয়াময় আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবম-লীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদ্যাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার এক বিশাল শোভাযাত্রা পটিয়া পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মৌলানা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আল্লামা শেখ নঈম উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে হাফেজ মৌলানা ইলিয়াস শাহ উপস্থিত ছিলেন। শতাধিক সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন মৌলানা মোরশেদুল ইসলাম খোরশেদ, মৌলানা এমদাদুল ইসলাম, মৌলানা শরীফ সরওয়ান, হাফেজ আবদুল ওয়াদুধ, হাফেজ মৌলানা আবদুল কাদের, হাফেজ দিদারুল ইসলাম, মৌলানা মোর্শেদুল হক আল কাদেরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ