Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে ইলিয়াস কাঞ্চন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ভিসতা ইলেকট্রনিক্সের একটি বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছেন। এ বিজ্ঞাপনে তাকে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে। এক মিনিটের বিজ্ঞাপনচিত্রে ইলিয়াস কাঞ্চন হেলিকপ্টার নিয়ে প্রবেশ করবেন মাফিয়া নগরে। লড়াই করবেন বিশাল সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সঙ্গে। এরপর তিনি বিশাল ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করবেন। সেখানে তিনি প্রযুক্তির নানা অগ্রগতির তথ্য দেবেন। সম্প্রতি পূর্বাচলে বিশাল সেট ফেলে এর চিত্রধারণ করা হয়েছে। এটি নির্মাণ করেছেন মোহাম্মদুল্লাহ নান্টু। প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রতন হাসান। চিত্রগ্রহণে ছিলেন জহির রাইহান। সহকারি পরিচালক ছিলেন আদি, জুবায়ের এবং রাফি। এডিটিং ভিএফএক্স ও কালার-এর কাজ করছেন রেজাউল রাজু। ফাইট পরিচালনা করেছেন শম্ভু এবং তার টিম। বিজ্ঞাপন চিত্রটির সার্বিক তত্ত্বাবধান করছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম। তিনি জানান, ওয়েস্টার্ন মুভির আদলে এর চিত্রনাট্য করা হয়েছে। সেইসঙ্গে এতে ভিএফএক্সের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ডেমোনেস্ট্রেশন থাকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ