Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিটিভির নাটক সাগরকন্যা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কৃপণ এক দম্পতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘সাগরকন্যা’। অনিমেষ আইচের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এ নাটকে কৃপণ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, সালমান আরাফাত, মিলি বাশার, আবুল খায়ের সবুজ ও হানিফ খান। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায়। নাটকের গল্পে দেখা যাবে, চাকুরিজীবী দম্পতি বেড়ানোর উদ্দেশ্যে লঞ্চে করে বরিশাল যাত্রা শুরু করে। কিন্তু দৈনন্দিন জীবনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃপণ স্বামীর কৃপণতায় অতিষ্ট হয়ে পড়েন স্ত্রী। এক পর্যায়ে যাত্রাপথে স্বামীকে না বলেই নিরুদ্দেশ হয়ে যান স্ত্রী। স্বামী তাকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। মাঝে ঘটে যায় আরো কিছু ঘটনা। এভাবে এগোতে থাকে নাটকের কাহিনী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ