Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমান হয়ে আদিলকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত তার চেয়ে ৬ বছরের ছোট প্রেমিক আদিল ডুরানিকে বিয়ে করেছেন। তবে শুরুতে বিয়ের কথা অস্বীকার করেছিলেন আদিল। এর কারণ, তার পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় অস্বীকার করেন। শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারি বিয়ের কথা স্বীকার করেন আদিল। বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর রাখি জানান, স্বামীর সঙ্গে তিনি মধুচন্দ্রিমা নয়, ওমরাহ পালন করতে সউদী আরব যাবেন। তিনি বলেন, ওমরাহ পালন করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত নিয়ে আমরা নতুন জার্নি শুরু করতে চাই। রাখী বলেন, একটি স¤পর্ককে সেটেল করার জন্য এটি খুবই জরুরি; এতে কেউ তা ভাঙতে পারে না। আল্লাহ যে স¤পর্কগুলো বেঁধে দেন, তা কেউ ভাঙতে পারে না। রাখি জানান, গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছি। তিনি বলেন, আমার মনে হয়, সৃষ্টিকর্তা ওকে আমার কাছে পাঠিয়েছে। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। কিছুই ভালো লাগছিল না। এরপরই আদিল আমার জীবনে প্রবেশ করে। প্রথম দেখা হওয়ার এক মাসের মধ্যে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি ওর চেয়ে ৬ বছরের বড়। উল্লেখ্য, আদিল স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর হিজাব-বোরকা পরে রাখিকে বাইরে বেরুতে দেখা গেছে। রাখির মা মুম্বাইয়ের একটি ক্যানসার হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বামী আদিলকে নিয়ে হাসপাতালে গিয়েছেন রাখি। সেসময়ও তার পরনে বোরকা ও হিজাব ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ