Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করে অভিনয়কে বিদায় রুশা চট্টোপাধ্যায়ের

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। পাত্র মার্কিন মুলুক নিবাসী। বিয়ের পর সেখানেই সংসার পাতবেন রুশা। এক ঝটকায় ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টানছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। হ্যাঁ, ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রীকে আর দেখা যাবে না ছোটপর্দায়। হ্যাঁ, বিয়ের পর্ব সেরে পাকাপাকিভাবে বিদেশে সংসার পাততে চলেছেন এই টলি অভিনেত্রী। গত ১৯ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী, পাত্রের নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের বাড়ি অশোকনগরে, তবে কর্মসূত্রে থাকেন আমেরিকায়। বিয়ের পর রুশা সেখানেই চলে যাবেন। ছোটপর্দার নিয়মিত মুখ রুশা। ‘তোমায় আমায় মিলে’-র পরে সেভাবে মুখ্য চরিত্রে দেখা না গেলেও ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’ কিংবা ‘খেলাঘর’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর। সম্প্রতি স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ আইপিএস অফিসার ঊষসী হিসাবে ক্যামিও রোলে দেখা মিলেছে রুশার। নতুন জীবনের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত রুশা। প্রেম করে নয়, দেখাশোনা করে বিয়ে অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে রুশা জানান, ‘আট মাসের আলাপ আমাদের। দেখাশোনার পরস্পরের প্রেমে পড়ে যাই।’ বিয়ের পর যে অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টানছেন তাও জানিয়ে দেন। ‘ঊষসী’ বললেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৩ বছর হয়ে গেল। এবার সব ছেড়ে বিদেশে যাওয়ার পালা। নতুন দেশে নতুনভাবে জীবনটা শুরু করতে চাই’। রুশার অভিনয় জীবনের শুরু ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র হাত ধরে। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন রুশা। ২০১৩ সালে কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পান অভিনেত্রী। জলসার অন্যতম সফল সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’তে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ