Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্বতারোহণে গিয়ে নিখোঁজ হলিউড অভিনেতা জুলিয়ান স্যান্ডস

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রিটিশ বংশোদ্ভূত চলচ্চিত্র অভিনেতা জুলিয়ান স্যান্ডস নিখোঁজ। যিনি ‘এ রুম উইথ এ ভিউ’ এবং ‘ওয়ারলক’-এর মতো একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের জন্য বিখ্যাত। সম্প্রতি খবরে এসেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পাহাড় থেকে নিখোঁজ হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের টেলিভিশন চ্যানেল কেএবিসি-টিভি এবং হলিউড বাণিজ্য প্রকাশনা অনুসারে, সম্প্রতি ৬৫ বছর বয়সী অভিনেতা সান গ্যাব্রিয়েল পর্বতমালার বাল্ডি বোল এলাকায় হাইকিং করতে যাওয়ার পরেই তাঁর খোঁজ কেউ পায়নি। অভিনেতার নিখোঁজ হওয়ার খবর গত ১৩ জানুয়ারি প্রথম জানতে পারেন তাঁর স্ত্রী। লস অ্যাঞ্জেলেসের একটি স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, তীব্র শীতল আবহাওয়া, ক্যালিফোর্নিয়া জুড়ে মুষলধারে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে কয়েক সপ্তাহ ধরেই বাল্ডি স্কি এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। গত চার সপ্তাহে, সেখানে হারিয়ে যাওয়া বা আটকে পড়া হাইকারদের জন্য মোট ১৪ টি উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। যাদের মধ্যে দুজন মারা গিয়েছেন। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী, স্যান্ডস ১৯৮৫ সালের চলচ্চিত্র ‘এ রুম উইথ এ ভিউ’-এর সাফল্যের পর হলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে পরিচিতি পান। এছাড়াও তিনি ১৯৮৯ সালের থ্রিলার ‘ওয়ারলক’ এবং এর সিকুয়েল ‘ওয়ারলক: দ্য আর্মাগেডন’-এ খলনায়কের ছেলে হিসাবে অভিনয় করে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর অভিনীত, অন্যান্য ফিল্মগুলির মধ্যে রয়েছে ‘দ্য কিলিং ফিল্ডস,’ ‘অ্যারাকনোফোবিয়া’ এবং ‘লিভিং লাস ভেগাস’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ