রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত মিঠু ফকির (২৮) নামের যুবক গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। নিহত মিঠু কালিনগর গ্রামের সালাম ফকিরের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামে জমি নিয়ে কৃষক মিঠু ফকির ও তার চাচাতো ভাই জসিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিঠু ফকির ও তার বাবা সালাম ফকির গুরুত্বও আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মিঠু ফকির মারা যায়। কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু ঘটনার সত্যতা স্বীকার করেন। সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।