Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলেই ছাত্রদের জামাতের সাথে নামাজ আদায়

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের হলরুমেই নিয়মিতভাবে শিক্ষকদের সাথে জামায়াতে জোহর নামাজ আদায় করছে। এই জামায়াতের ইমামতি করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাসুদুর রহমান। দুপুর ১টা বেজে ১৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত বিদ্যালয়টিতে টিফিন পিরিয়ড চলাকালীন সময়ে জোহর নামাজের ওয়াক্ত হওয়ায় প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের জামায়াতে নামাজ আদায়ের সবধরনের ব্যবস্থা করা হয়। যা ৫ মাস পূর্ব থেকে শুরু হয়ে চলমান রয়েছে। ছাত্ররাও ৫টি ক্লাস শেষ করে ওজু করে নামাজ আদায়ের জন্য হলরুমের যায়। মেয়ে শিক্ষার্থীরা মহিলা শিক্ষকদের সাথে কমনরুমে একসাথে নামাজ আদায় করে। অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে আলাদাভাবে উপসনালয় তৈরির কাজ প্রক্রিয়াধীন। বিদ্যালয়টির সপ্তম শ্রেণি পডুয়া শিক্ষার্থী তানজিম মাহমুদ জানান, আমরা সকলে একসাথে স্যারদের সাথে নামাজ আদায় করি। স্কুলে জোহরের নামাজ পড়া এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাসুদুর রহমান জানান, নামাজ হলো ফরজ ইবাদত। অবশ্যই পালনীয় এই ইবাদতটি শিক্ষার্থীরা যেন স্কুল জীবন থেকেই নিয়মিত পালন করে থাকে সেজন্যই তাদেরকে সাথে নিয়ে নামাজ আদায়ের এই ব্যাবস্থা করা হয়েছে। মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপু জানান, বাস্তবভিত্তিক ধর্মীয় নৈতিক শিক্ষা দিতেই শিক্ষার্থীদের জন্য জামায়াতের সাথে নামায আদায়ের ব্যবস্থা করেছি। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রসুল জানান, শিক্ষার্থীদের নামাজ আদায়ের চর্চাটি তাদের নিজ বিদ্যালয় থেকেই হোক। জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয়ে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ