রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে তার স্বামী আব্দুল লতিফ কাজী। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের বসতবাড়িতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে আব্দুল লতিফ কাজী (৩৫) সাথে রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। এ সময় হত্যার পর আব্দুল লতিফ কাজী পালিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।