Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদোন্নতি পাওয়া ৪০ ইন্সপেক্টরকে নতুন কর্মস্থলে বদলি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ পুলিশে ইন্সপেক্টর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া ৪০ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবুদল্লাহ আল-মামুন। এতে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। যদি তারা ত্যাগ না করেন তাহলে ৩০ জানুয়ারি তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ