Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কুতুবের চর এলাকার বুদু মিয়ার ছেলে অটোচালক নুর মোহাম্মদ (৪২) এবং ইসমাইল হোসেনের ছেলে দিনমজুর হাসমত আলী (৪০)।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বজলুর রহমান বাছির জানান, ঢাকা-চট্টগ্রাম রুটের পূবাইল কলেজ গেইট ও মীরের বাজার রেল গেইটের মধ্যবর্তী বসুগাঁও এলাকায় দুপুরে ১২টার দিকে দুই শ্রমিক হেঁটে  যাওয়ার সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন দেখতে পায়।  
এ সময় তারা ওই রেলপথ ছেড়ে পাশের রেলপথ ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। এ সময় তাদের পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়েন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ