Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেখক হিসেবে অভিষেক হচ্ছে নায়িকা সিবা আলী খানের

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিবা আলী খান র‌্যাম্প মডেলিং, অভিনয় ও পরিচালনায় কাজ করলেও এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করছেন তিনি। এবারের একুশে বইমেলায় ‘আত্মা’ নামে বই প্রকাশ করে লেখক হিসেবে সামনে আসছেন। সাতটি ভৌতিক গল্প নিয়ে তার গ্রন্থটি সাজানো হয়েছে। সিবা আলী খান বলেন, এতদিন বইমেলা থেকে পাঠক হিসেবে বই কিনেছি। এবার বইমেলায় নিজের লেখা বই প্রকাশ হবে, এটা ভাবতেই ভীষণ ভালো লাগছে। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। বইটিতে সাতটি গল্প রয়েছে। প্রতিটি গল্প কোনো না কোনোভাবে আত্মার সঙ্গে সম্পৃক্ত। বই সম্পর্কে তিনি বলেন, ‘বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিউজ্যুয়াল ফিল পাবে। বিরক্ত হবেন না, বরং গল্পের শেষ পর্যন্ত উদগ্রীব হয়ে থাকবেন। পাঠকরা বইটি পড়লে নিরাশ হবেন না, এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি। লেখালেখি নিয়ে সিবা বলেন, ছোটবেলা থেকে অনেক বই পড়ি আমি। কখনো ভাবিনি নিজে বই লিখব। যখন শর্ট ফিল্মের কাজ শুরু করি, তখন সেসবের গল্প আমার নিজের লিখতে হয়েছে। তারও আগে শর্ট ফিল্মের জন্য কয়েকটি ছোট গল্প লিখেছিলাম। এবার যখন শর্ট ফিল্মের জন্য গল্প লিখতে বসি, তখন মনে হলো আমিতো ছোট গল্পের বই লিখতে পারি। সেই ভাবনা থেকে বই লেখা। বইটি প্রকাশ করছে ‘অন্বেষা প্রকাশন’। এছাড়া প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইট ও রকমারি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা। উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু র‌্যাম্প মডেলিং দিয়ে হলেও ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সিবা আলী খান। তারপর শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ