Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাঠান’ ঘিরে উন্মাদনা তুঙ্গে, ২১শ টাকায়ও মিলছে না টিকিট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ৭:১২ পিএম | আপডেট : ৪:৫৪ পিএম, ২১ জানুয়ারি, ২০২৩

দীর্ঘ প্রায় ৫ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুরু হয়ে গিয়েছে তার মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। ‘পাঠান’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে, টিকিটের জন্য রীতিমতো হাহাকার লেগে গেছে। ভারতের রাজধানী দিল্লিতে এক প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে ‘পাঠান’-এর টিকিট। এত দাম হওয়া সত্ত্বেও অগ্রিম বুকিংয়েই প্রায় হাউসফুল বেশিরভাগ প্রেক্ষাগৃহ, মিলছে না টিকিট। বোঝাই যাচ্ছে, ‘পাঠান’ খুব বড়সড় ওপেনিং নেবে বক্স অফিসে।

যশ রাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘পাঠান’। নাম ভূমিকায় বলিউডের বাদশা শাহরুখ খান। ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর প্রথম সিনেমাও ‘পাঠান’। সিনেমাটি মুক্তির আর এক সপ্তাহও বাকী নেই। তাই টিকিটের দাম যাই-ই হোক, বাদশা- ভক্তদের মধ্যে তুঙ্গে টিকিটের চাহিদা। শুধু দিল্লিতেই নয়, মুম্বাই ও কলকাতাতেও বিপুল অঙ্কে বিক্রি হচ্ছে ‘পাঠান’-এর টিকিট।

মুম্বাইয়ে ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকা ছুঁইছুঁই। সেই দামের টিকিটেও ছবি মুক্তির প্রথম দিনে হাউসফুল প্রেক্ষাগৃহ। কলকাতায় তুলনামূলক ভাবে টিকিটের দাম কম, তবে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ৬৫০ টাকা মূল্যের টিকিটের বেশির ভাগ প্রেক্ষাগৃহই প্রায় কানায় কানায় ভর্তি।

এদিকে গত ১০ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার। সিনেমাতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাড়িয়া। সিনেমাটির পরিচালনায় ‘ওয়ার’, ‘ব্যাং ব্যাং’ সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বলিউডের বাদশার মোহ এমনই যে, বিশ্বের সর্বোচ্চ বহুতল, দুবাইয়ের বুর্জ খলিফায় ১৪ জানুয়ারি প্রদর্শিত হয় ‘পাঠান’-এর ট্রেলার। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ গানের তালে পা মেলাতেও দেখা যায় বাদশাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ