Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবন মুসলিম লীগের আদর্শ লালন করে গেছেন -আলোচনা সভায় নেতৃবৃন্দ

মরহুম জমির আলী সারা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামের শ্বাসত জীবন বিধান, মানবিক মূল্য বোধ আর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আলহাজ মো. জমির আলী আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার মোহ কোনদিনই জমির আলীকে পথভ্রষ্ঠ করতে পারেনি।
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ মো. জমির আলীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমির আলী স্মৃতি কমিটি যুব মুসলিম লীগের এ উদ্যোগে গতকাল বেলা ১১টায় পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মরহুমের জীবনের উপরে এক আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। স্মৃতি কমিটির  সভাপতি আলহাজ কুদরত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। বিশেষ অতিথি  ছিলেন বিএমএল সভাপতি এএইচএম কামরুজ্জামান খান। স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আবুড়ীর সঞ্চালনায় ও আলোচনায় অংশ গ্রহণ করেন  ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম  মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. এটিএম হেমায়েতউদ্দীন, মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য শহীদুল্লাহ খালাসী, শেখ আশফাকউজ্জামান, অতি. মহাসচিব আলহাজ হোসেন পাঠান স্মৃতি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল কায়উম সাংগঠনিক সম্পাদক এস.আই ইসলাম মিলন, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা. হাজেরা বেগম কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান বাবু, খাজা মোহাম্মদ কামেল খোন্দকার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলহাজ মোহাম্মদ জমির আলী যদি মুসলিম লীগ ত্যাগ করতেন তাহলে মন্ত্রী হওয়াটা তার জন্য কোন ব্যাপার ছিল না। তিনি সারা জীবন মুসলিম লীগের আদর্শ লালন করে গেছেন। বর্তমান সমাজে জমির আলীর মতো আদর্শবান রাজনৈতিক নেতা বিরল।
বিশেষ অতিথির বক্তব্যে এইচ এম কামরুজ্জামান খান বলেন জমির আলী মুসলিম লীগকে সুসংগঠিত করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেড়িয়েছেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাখফেরাত কামনা করে মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ