Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফারাজ’ সিনেমার মুক্তি বন্ধে অবিন্তার মায়ের সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ৫:৪৭ পিএম

ঢাকার গুলশানের হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ শিরোনামে সিনেমা। আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে ‘ফারাজ’-এর মুক্তি দেয়া নিয়ে আপত্তি জানিয়েছেন হলি আর্টিজানে ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুরে অবিন্তা কবির ফাউন্ডশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আপত্তি জানান তিনি। অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা এ আয়োজন করেন।

রুবা আহমেদ বলেছেন, ‘ফারাজ সিনেমাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। সিনেমাটির নির্মাতা তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এ ঘটনায় তারা সহমর্মিতাও প্রকাশ করেনি। আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।’ তিনি আরো বলেন, ‘আমার দেশে যখন এটা আসবে প্লিজ ওটিটিতে এটা প্রকাশ হতে দিয়েন না। দেশের মানুষের দরকার নেই এটা দেখার।’

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমার ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে।

রুবা আহমেদ বলেন, ‘এটা দেখা কোনো মায়ের পক্ষে সম্ভব না। আমি মা, আমার মেয়েকে আমি হারিয়েছি। মেয়ের জীবন কীভাবে চলে গেছে সেটা বড় পর্দায় দেখাচ্ছে, অন্যরা উপভোগ করছে এবং অন্য মানুষ সেখান থেকে ব্যবসা করে পয়সা নিচ্ছে, এগুলো মা হিসেবে আমি কীভাবে চাইবো। এতে শুধু আমার মেয়ের নয়, দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আমি চাই না, ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা না আসুক।’

তিনি বলেন, ‘আমি ছয় মাস মুভিটাকে আটকে রেখেছি, এটা না হলে ছয় মাস আগেই মুভিটা মুক্তি পেয়ে যেত। আমি প্রথম ২০১৯ সালে এই মুভিটির সম্পর্কে জানতে পারি। এই মুভির প্রথম পোষ্টার ২০২১ সালের ৫ আগষ্ট প্রথম আমার হাতে এসেছে। এই মুভি বন্ধের জন্য আমি নির্মাতাদের কাছে উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছি।’

রুবা আহমেদ বলেন, ‘আমার মেয়ে সাধারণ জনতা। আমার মেয়ে কোন পণ্য না। ও কোনো কিচ্ছু না। ও অবিন্তা কবির, আমার মেয়ে। আপনারা কেউ ওকে জানতেন না। আপনারা কী আসলেই অবিন্তা কবিরকে চিনতেন? যদি ও ২০১৬ তে মারা না যেত? চিনতেন না। আপনার ওর (অবিন্তা) নামটা জেনেছেন কারণ, শি পাসড ওয়ে দ্যাট নাইট।’

সাংবাদিকদের এসব কথা বলার সময় অবিন্তা কবিরের মা রুবা আহমেদ ভারতীয় ছবি 'ফারাজ' নির্মাণ ও মুক্তির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। এদিকে সম্প্রতি জানা গেছে, বলিউড সিনেমা ফারাজ নির্মিত হয়েছে ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ বইয়ের সূত্র ধরে। বইটি লিখেছেন দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবু।

অবিন্তা কবির ফাউন্ডেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফারাজ সিনেমাটি নিয়ে অবিন্তা কবিরের পরিবারের আপত্তি আছে। সিনেমাটিতে অবিন্তা কবির ও তার পরিবারের সদস্যদের চরিত্র উপস্থাপন করা হবে। এ নিয়ে অবিন্তার পরিবারের সদস্যরা বিব্রত।’

তিনি আরও বলেন, ‘হোলি আর্টিজানের হামলার ঘটনার পর অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা আড়ালে থাকতেন। এই প্রথম তারা গণমাধ্যমের সামনে আসবেন।’

যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির অক্সফোর্ড কলেজের শিক্ষার্থী ছিলেন বাঙালি তরুণী অবিন্তা কবির। ২০১৬ সালের ১ জুলাই ঢাকায় ফেরার তিন দিন পর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন তিনি। তার স্মৃতি ধরে রাখতে ২০১৭ সালের ৪ মার্চ প্রতিষ্ঠা করা হয় ‘অবিন্তা কবির ফাউন্ডেশন’।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ন্যক্কারজনক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী হয়েছিল ঢাকার আর্টিজান বেকারি। অভিজাত ওই রেস্তোরাঁয় আগতদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। যার মধ্যে ১৭ জন বিদেশি ছিলেন। বাকিদের বন্দি করে রাখা হয়েছিল রেস্তোরাঁর মধ্যে। বন্দিদের মধ্যেই ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফরাজ আয়াজ হোসেইন। ২০ বছরের ফরাজ মুসলিম হওয়ায় তাকে টার্গেট করেনি জঙ্গিরা। কিন্তু নিজের দুই বন্ধুকে রেস্তোরাঁয় রেখে বেরিয়ে যেতে নারাজ ছিল সে। ইসলামের বদনাম হোক তা চায়নি বাংলাদেশের ফরাজ। রুখে দাঁড়িয়েছিল সে। আর সেই কারণেই ওই রেস্তোরাঁয় তাঁকে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার কাহিনি বানিয়ে পর্দায় তুলছেন পরিচালক হনসল মেহতা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ