Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার পরিবেশ বিনষ্টকারী ছাত্র রাজনীতি প্রত্যাখ্যানে খালেসভাবে কাজ করতে হবে -মাওলানা মাহফুজুল হক

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, আল্লাহর ইচ্ছাতেই ছাত্ররাই পারে অসম্ভকে সম্ভব করতে। প্রচলিত ছাত্র রাজনীতির নামে হল দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম, ইসলামী ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গনকে কুলষিত করছে। শিক্ষার পরিবেশ বিনষ্টকারী প্রচলিত ছাত্র রাজনীতিকে প্রত্যাখ্যান করে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের নৈতিকতার বলে বলিয়ান হয়ে খালেস নিয়তে কাজ করতে হবে এবং খেলাফতের দাওয়াত প্ৗেছিয়ে দিতে হবে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তিসমূহ প্রায় সর্বক্ষেত্রেই মুসলমানদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানদের হত্যা-ধর্ষণসহ নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তাই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতিবাদ হওয়া সত্ত্বেও মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ হচ্ছে না, বরং দিন দিন বেড়েই চলছে। তাই মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণে বিশ্ব মুসলিম সম্প্রদায় ও জাতিসংঘকে বাধ্য করতে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রীকে আরো জোর কুটনৈতিক তৎপরতা চালাতে হবে। একই সাথে রাজধানী ঢাকায় দ্রুত ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে হবে। আর এটাই এদেশের মুসলমানদের প্রত্যাশা।
গতকাল সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের একটি প্রতিনিধি দল মিয়ানমারের মুসলমানদের সাহায্যার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উবায়দুর রহমান, উত্তর সভাপতি শাহিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্ম আতাউল্লাহ, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী ফাবাশ্বির আহমদ, সিলেট মহানগর বায়তুল মাল সম্পাদক জাহাঙ্গীর বিন হারুন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ