প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। ৯ দিনব্যাপী উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনভর চলবে চলচ্চিত্র প্রদর্শনী। এদিন সন্ধ্যায় দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে মনোনীত ‘পাপ পুণ্য’ দেখানো হবে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। আজ (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও এই সিনমোয় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। ৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘পাপ পুণ্য’ ছাড়াও স্থান করে নিয়েছে হাওয়া, দামাল, বিউটি সার্কাস, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’। এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।
এছাড়া কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে উৎসব চলাকালে নিয়মিত চলছে মিলনমেলা। যেখানে ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তীর মতো বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বসে গল্প আড্ডায় সময় অতিবাহিত করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।