প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই শ কোটি টাকা প্রতারণার অভিযোগে কয়েকমাস ধরে কারাগারে আছেন সুকেশ চন্দ্রশেখর। তার কাছ থেকে বিভিন্ন সময়ে মূল্যবান উপহার নিয়ে ফেঁসে গেছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সুকেশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তার জীবন নরক বানিয়ে দিয়েছিল। তার ইমোশন নিয়ে খেলছিল।
দিল্লি পাতিয়ালা হাউজ কোর্টে বুধবার (১৮ জানুয়ারি) সুকেশের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সুকেশ চন্দ্রশেখর আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। আমার ইমোশন নিয়ে খেলছিল’। তিনি আরও বলেন, ‘সুকেশ আমাকে ভুল পথে চালিত করেছে, আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছি’।
জ্যাকুলিনের আরও দাবি যে, অভিনেত্রীর কাছে চন্দ্রশেখর নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। অভিনেত্রীর মনে হয় যে, কেউ তার গতিবিধির উপরে নজর রাখছে। তিনি জানান যে, তাদের দুজনের মধ্যে কথা শুরু হয়েছিল পিঙ্কি ইরানি নামের এক নারীর মাধ্যমে। সেই নারী জ্যাকুলিনের মেকআপ আর্টিস্ট শান মুথাথিলের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং জ্যাকুলিনকে জানানো হয় যে, সুকেশ চন্দ্রশেখর স্বরাষ্ট্র মন্ত্রকের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
জ্যাকুলিন বলেন, ‘সুকেশ নিজের পরিচয়ে বলেন যে, সে সান টিভির মালিক ও জয়ললিতা তার আন্টি। চন্দ্রশেখর বলেছিল যে, ও আমার বড় ফ্যান। আমার দক্ষিণ ভারতেও সিনেমা করা উচিত। সান টিভির মালিক হিসেবে ও বলে যে, ওদের অনেক কাজ শিডিউল করা আছে। সেখানে একসঙ্গে কাজ করা যাবে।’
জ্যাকুলিন আরো বলেন যে, দিনে তিনবার তারা ফোনে ও ভিডিও কলে কথা বলতেন। অভিনেত্রীর দাবি, সুকেশ কখনোই তাকে বলেননি যে, সে জেলে রয়েছে। একটা কর্ণার থেকেই ভিডিও কল করত। সেখানে একটা সোফা রাখা ছিল আর পিছনে ছিল পর্দা।
এমনকী সুকেশের কথা অনুযায়ী দিল্লির এক লেখকের থেকে চিত্রনাট্য শুনে কাজ করতেও এগিয়েছিলেন জ্যাকুলিন। ২০২১ সালের ৮ অগস্টের পর আর তার সঙ্গে যোগাযোগ করেনি সুকেশ। তারপরেই অভিনেত্রী জানতে পারেন যে, নিজেকে সরকারি অফিসার হিসেবে পরিচয় দেওয়ার কারণেই গ্রেফতার হয় সুকেশ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি একই আদালতে পেশাদার কাজের জন্য দুবাই যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন করেন জ্যাকুলিন। আদালত শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি তারিখটি দিয়েছেন। এ ছাড়াও গত বছর ডিসেম্বরে, জ্যাকুলিন তার অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যে বিদেশ ভ্রমণের জন্য একটি আবেদন করলেও তা প্রত্যাহার হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।