Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকেটশালা ডটকম এখন বাংলাদেশে

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : নতুন এই ট্যুরিজম ওয়েবসাইট বাংলাদেশের ক্রমবর্ধমান ভ্রমণ শিল্পে নিয়ে এসেছে ই-কমার্স জগতের এক অভূতপূর্ব স্বাচ্ছন্দ্য। টিকেটশালা.কম উদ্বোধনের ফলে সারাদেশ জুড়ে ভ্রমণ পিপাসুরা এখন সহজে ও স্বচ্ছন্দে এখান থেকে দ্রæত এবং নিরাপদে বাংলাদেশী ও আন্তর্জাতিক ফ্লাইট-এর টিকেট ক্রয়, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, পরিবহণ সেবাসহ ভ্রমণ সংক্রান্ত আরো নানা সেবা নিতে পারবেন। এছাড়াও টিকেটশালা.কম থেকে ট্র্যাভেল ইস্যুরেন্স, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ, ভিসা সংক্রান্ত সেবা সরাসরি ওয়েবসাইট এবং কল সেন্টার সেবার মাধ্যমে পাওয়া যাবে। টিকেটশালা.কম-এর প্রধান পরিচালন কর্মকর্তা স্কট ব্রেন্যান বলেন, ‘টিকেটশালা.কম-এর মতো অনন্য ই-কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশে এই প্রথম। আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন দেশে ট্যুরিস্ট বা ভ্রমণকারীর সংখ্যা বেড়েই চলছে, যারা দেশে এবং বিদেশে প্রায়ই ভ্রমণ করছেন। সেইসব ট্যুরিস্টদের জন্যই আমাদের এই সেবা, তারা এখন আগের চেয়ে অনেক বেশি সহজে তাদের ট্যুর প্ল্যান করতে পারবেন এবং বুকিং দিতে পারবেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের বর্তমান পর্যটন শিল্পে এই ধরনের আধুনিক প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন। টিকেটশালা.কম নিজেকে ভ্রমণ বিষয়ে একটি বিস্তৃত আকারের তথ্য সমৃদ্ধ প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এটি ভ্রমণ পিপাসুদের জন্য এমন একটি ঠিকানা হবে যেখানে তারা সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গার সেরা ট্র্যাভেল প্যাকেজ থেকে শুরু করে সেরা দর্শনীয় স্থান এবং হোটেল বুকিং ও ভ্রমণে করণীয়সহ ইত্যাদি বিষয়ে অতি সহজেই সকল তথ্য পেয়ে যাবেন। সেইসাথে তারা পাবেন ভ্রমণ বিষয়ে র্দীঘদিনের অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে ব্যতিক্রমী গ্রাহক সেবা, যা তাদের সর্বাংশে সন্তুষ্ট করবে বলেই বিশ্বাস করে টিকেটশালা.কম। ওয়েবসাইট িি.িঃরপশবঃংযধষধ.পড়স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকেটশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ