প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের স্বনামধন্য সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র মিউজিক ফর ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য সঙ্গীত-এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি চ্যারিটি গালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় গুলশান ক্লাবের ল্যাম্ডা ব্যানকুইট হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দাতা-প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশের গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাণিজ্য মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনেটা লুক ডেসালিন। সুরের ধারা’র কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যার একটি সুদূরপ্রসারী স্বপ্নের বাস্তব প্রতিফলন মিউজিক ফর ডেভেলপমেন্ট (উন্নয়নের জন্য সঙ্গীত)। ইউএনডিপি’র হাত ধরে ২০০৯ সালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারা শুরু করেছিল এই প্রকল্প। পরবর্তীতে ‘শুকতারা প্রকল্প’ এর মাধ্যমে যৌনকর্মীদের শিশুদেরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের বিশেষ পরিবশেনা থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।