প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যুক্তরাষ্ট্রে প্রবাসী সঙ্গীতশিল্পী ওয়াহিদ আজাদ তার অসাধারণ সঙ্গীতের কারণে ‘বেঙ্গলি এলভিস’ হিসেবে পরিচিত। তিনি উত্তর আমেরিকার বাংলা গানের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী। সেখানে বাংলা গানের প্রচার-প্রসারে তিনি কাজ করে যাচ্ছেন। নব্বই দশকে তিনি ঢাকা চারুকলা থেকে থেকে বিএফএ শেষ করে আমেরিকায় পাড়ি জমান। তার গান শুনে মুগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গীতশিল্পী ড্যানিয়েল থমসন তাকে স্পন্সর করে সেখানে নিয়ে যান। ছোট বেলা থেকেই ছবি আঁকা এবং গান গাওয়ার নেশা ছিল ওয়াহিদ আজাদের। তার গানে হাতেখড়ি বড় ভাই আতিকুর রহমান ফারুকের কাছে। পরে উস্তাদ মোহাম্মদ হান্নানের কাছে গান শিখেন। তার প্রথম ক্যাসেট বের হয় ১৯৯০ সালে লাকী আখন্দের সুরে এবং কাওসার আহমেদের গীত রচনায়। এরপর নাদিম আহমেদের মিউজিক কম্পোজিশনে, নিজের সুর ও কথায় নিউইয়র্ক থেকে পরবর্তী ক্যাসেট বের হয়। পরবর্তীতে কাওসার আহমেদের লেখা ও লাকী আখন্দের সুরে তার সিডি প্রকাশিত হয় ফুয়াদের মিউজিক কম্পোজিশনে। এরপরের সিডি প্রকাশিত হয় শওকত আলী ইমনের মিউজিকে রাজু চৌধুরীর কথা ও সুরে। তার গান শুনে নিউইয়র্কে শ্রোতারা তাকে ‘বেঙ্গলি এলভিস’ নামে ডাকেন। গানের সাথে তিনি ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন। একের পর এক গান প্রকাশ করে চলেছেন। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে ‘শব্দ কারিগরে’র ব্যানারে তার বেশ কিছু গান প্রকাশ হতে যাচ্ছে। এগুলোর শিরোনাম ‘অপরাধী’, ‘বাংলার মেয়ে’, ‘কেন কষ্ট’, ‘রাত নামবে’, ‘বৈশাখ আবার এলো ফিরে’ ইত্যাদি। কিছু গানের কথা ও সুর রাজু চৌধুরীর। তবে ইতোমধ্যেই ওয়াহিদ আজাদের কথা ও সুরে আমজাদ হোসেনের মিউজিকে ‘এ জীবনে’ গানটি রিলিজ হয়েছে এবং দর্শক- শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। নতুন গানের বিষয়ে ওয়াহিদ আজাদ বলেন, এ জীবন’ গানটি, কিছুটা জ্যাজ সঙ্গীতের ধারায় করা। এই ধারা মূলত আমেরিকার এক ধরনের সঙ্গীত, যেটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিউ অরলিয়ন্সে শুরু হয়েছিল, যা পাশ্চাত্যের সঙ্গীত কৌশলের সাথে মিশে এক নতুন ধরন ও ধারণার সৃষ্টি করেছিল। আমার এই গানে সেই জ্যাজের ধাঁচ কিছুটা পাওয়া যাবে। তা ছাড়া ব্লুজের কিছুটা প্রভাব পাওয়া যাবে। উল্লেখ্য, ওয়াহিদ আজাদ তার প্রতিটি গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন নিজেই করেন। তিনি বরেন, আমি ছোটো বেলা থেকেই গান গাই। আমার মনে হয়, আমার গানের ব্যাপারটা মহান আল্লাহ্ প্রদত্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।