Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোভনের গানের ভিডিওতে নায়িকা স্বস্তিকা, টাকার পরিবর্তে তাঁকে কী পারিশ্রমিক দিলেন শোভন?

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আসছে শোভনের নতুন মিউজিক ভিডিও। যে ভিডিওতে নায়িকা স্বস্তিকা দত্ত। স্বস্তিকার জন্যই এই বিশেষ গান বেঁধেছেন শোভন। প্রথমবার শোভনের গানের ভিডিওতে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। স্বস্তিকা দত্ত এবং শোভন গঙ্গোপাধ্যায় টালিগঞ্জের জনপ্রিয় জুটি। এক জন ছোট পর্দার চর্চিত নায়িকা। অন্য জনের গানে মজে সারা দুনিয়া। নায়িকা আর গায়কের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এ বার একসঙ্গে প্রথম বার মিউজিক ভিডিওতে স্বস্তিকা আর শোভন। ক্যামেরার সামনে স্বস্তিকা। আর নেপথ্যে শোভন। গানের কথা, সুর এবং ভিডিয়ো পরিচালনা সবটাই শোভনের কৃতিত্ব। ব্যক্তিগত সম্পর্কর সঙ্গে এ বার পেশাদারি সম্পর্কেও জড়িয়ে পড়লেন দু’জনে। মিউজিক ভিডিওর নাম ‘একা বসে থাকি’। প্রথমবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বস্তিকার বলেন, এই প্রথম বার আমরা একসঙ্গে কাজ করছি। আমি চাইনি কোনও পেশাদারি সম্পর্ক তৈরি হোক। কিন্তু শোভন বলল, না এই গানটায় আমায় দেখতে চায়। তবে পরিচালক শোভনের আত্মপ্রকাশও হচ্ছে এই ভিডিয়ো মাধ্যমেই। বিশেষ বন্ধুর পরিচালনায় কাজ, সঠিক পারিশ্রমিক কি পেলেন স্বস্তিকা? নায়িকার কথায়, না, ব্যাঙ্কে চেক ঢোকেনি ঠিকই, কিন্তু ভাল উপহার পেয়েছি। একটা ‘গুচি’র ব্যাগ উপহার পেয়েছি। আর কী চাই! দু’মাস আগেই এই মিউজিক ভিডিয়ো পরিকল্পনা হয়। উত্তর কলকাতার অলিগলিতে ঘুরে হয়েছে শুটিং। এখন অবশ্য স্বস্তিকা ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের শুটিং করতে ব্যস্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ