প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বড় পর্দায় ফিরছেন ‘ব্যাটম্যান’। ‘ব্যাটভার্স’-এর পরবর্তী ছবি নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক ম্যাট রিভস। ২০২২-এ মুক্তি পায় ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’। মুখ্য চরিত্রে অভিনয় করেন ‘টোয়াইলাইট’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ক্যাটওম্যানের চরিত্রে ছিলেন জোয়ি ক্র্যাভিটজ। পেঙ্গুইনের ভূমিকায় অভিনয় করেন ‘গোল্ডেন গ্লোবস’-জয়ী অভিনেতা কলিন ফ্যারেল। রিডলারের চরিত্রে দেখা যায় পল ড্যানোকে। ২০২২ সালের মাঝামাঝি মুক্তি ম্যাট রিভস পরিচালিত বহু প্রতীক্ষিত এই ছবি। সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বিশ্ব জুড়ে বক্স অফিসেও চূড়ান্ত সাফল্য পায় এই ছবি। ব্যাটম্যান হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছিল রবার্ট প্যাটিনসনের অভিনয়। নজর কেড়েছিল ছবির চিত্রনাট্য ও দৃশ্যায়নও। প্রথম ছবির শেষেই আভাস ছিল। গল্পের শেষ এখানেই নয়। প্রত্যাশা মতো খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজের পরবর্তী ছবি আসছে ব্যাট ব্রহ্মা-ে। সিকুয়েলের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, জানিয়েছেন খোদ পরিচালক। চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। ব্যাটম্যানের ভূমিকায় কে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনও প্রকার ধোঁয়াশা রাখেননি পরিচালক ‘প্ল্যানেট অফ দ্য এপস’-খ্যাত মার্কিন পরিচালক। রবার্ট প্যাটিনসনকেই দেখা যাবে কেপড ক্রুসেডারের চরিত্রে, জানান ম্যাট রিভস। শুধু ব্যাটম্যানের সিকুয়েলই নয়, ব্যাটভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘পেঙ্গুইন’-এর সিরিজ নিয়েও চলছে কাজ। কলিন ফ্যারেল অভিনীত এই চরিত্র এতই জনপ্রিয়তা অর্জন করে যে, তাকে নিয়ে একটি আলাদা সিরিজ তৈরির সিদ্ধান্ত নেয় এইচবিও। সেই মিনি সিরিজে পেঙ্গুইনের চরিত্রে অভিনয় করবেন ফ্যারেলই। সিরিজ নির্মাতার ভূমিকায় থাকছেন ম্যাট রিভস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।