বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা । ক্রমেই তাপমাত্রার পারদ নামছে তলানিতে। সকালে সূর্যের দেখা মিললেও নেই তেমন তেজ। উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আগের দিনও (মঙ্গলবার) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দুই-তিনদিন তাপমাত্রা আরো কমবে। এতে শীতের মাত্রা বাড়বে।
দিনভর সূর্যের দেখা মিললেও তেজ নেই বললেই চলে। সঙ্গে বইছে হিমেল হাওয়া। ফলে উত্তরের এ জনপদের জীবনযাত্রা অনেকটাই হয়ে পড়েছে স্থবির। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালে এরইমধ্যে ভর্তি হয়েছে তিনগুণ রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।