Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতে কাঁপছে কুড়িগ্রাম

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:৪৫ এএম

হার কাঁপানো শীতে কাঁপছে কুড়িগ্রামের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে এ জেলার উপর দিয়ে মাঝারী শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার (১৮জানুয়ারী) সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার মানুষের। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝড়ে শিশির। চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণ করে থাকেন তারা।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক রমিজ মিয়া জানান, অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে চলতি ইরি- বোরো মৌসুমের আবাদ পিছিয়ে যাচ্ছে। পাঁচগাছী ইউনিয়নের মিল পাড়া এলাকার কৃষক রফিক মিয়া জানান, বীজতলার চারা ধান শীতের কারণে হলদে হয়ে মরে যাচ্ছে। এভাবে শীত পড়তে থাকলে ইরি আবাদ নিয়ে শংকা দেখা দিতে পারে।

ওই এলাকার দিনমুজুর নামদেল আলী জানান, শীতের কারনে তারা মাঠে কাজ করতে পারছেন না। ফলে তাদের আয় কমে গেছে।

এদিকে শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যাবেক্ষাণাগারের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, কুড়িগ্রামের উপর দিয়ে মাঝারী ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী আরও কয়েকদিন চলমান থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ