Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাক্রমে রূপান্তর ঘটাতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৯ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শিক্ষাক্রমে রূপান্তর ঘটাতে কাজ করছে সরকার। এর সঙ্গে আমরা কী শিখছি তা ঠিক রেখে শেখানোর বিষয়ে রূপান্তর ঘটানো হবে। এতে করে শিক্ষকের শিখন পদ্ধতিতেও পরিবর্তন আসবে।’

গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘হাতে কলমে শিক্ষার্থীদের শিখিয়ে শিক্ষক একজন পথ প্রদর্শক ও সহায়কের ভূমিকায় থাকবেন। অর্থাৎ পরিবর্তন, পরিমার্জন ঘটিয়ে শিক্ষার মূল্যায়ন পদ্ধতিতে রূপান্তর করে একটা আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মাদরাসা শিক্ষাক্রমেও আমরা পরিবর্তন আনছি। ১০০০ নম্বরের বেশি নম্বরে যাতে পরীক্ষা দিতে না হয় সেবিষয়েও কাজ করছি। আমরা শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনীমুখর করে তুলতে চাচ্ছি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি আহসানুল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • jack ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:৪৬ এএম says : 0
    ক্লাস সিক্স-সেভেনের বইতে মুসলিমবিদ্বেষী সব কিছু লেখা হয়েছে হিজাবের বিরুদ্ধে লেখা হয়েছে এদের বিরুদ্ধে লেখা হয়েছে বাংলাদেশের জনগণকে মুরতাদ কাফের বানানোর চলছে সমকামিতা শেখানো হচ্ছে>>মুসলিমদের মিথ্যা ইতিহাস শিখানো হচ্ছে তাদেরকে জঙ্গী হিসেবে চিত্রায়িত করা হয়েছে>>>>আমাদের দেশটাকে একদম হিন্দু বানানো হয়ে গেছে
    Total Reply(0) Reply
  • GOLAM RABBI ১৮ জানুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম says : 0
    কাফেরদের জন্য একুশ শতকের চ্যালেঞ্জ হল ইসলাম*** সরকার ও কি ইসলামকে মোকাবিলায় নতুন শিক্ষাক্রমে রূপান্তর ঘটাতে কাজ করছে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ