পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শিক্ষাক্রমে রূপান্তর ঘটাতে কাজ করছে সরকার। এর সঙ্গে আমরা কী শিখছি তা ঠিক রেখে শেখানোর বিষয়ে রূপান্তর ঘটানো হবে। এতে করে শিক্ষকের শিখন পদ্ধতিতেও পরিবর্তন আসবে।’
গতকাল মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘হাতে কলমে শিক্ষার্থীদের শিখিয়ে শিক্ষক একজন পথ প্রদর্শক ও সহায়কের ভূমিকায় থাকবেন। অর্থাৎ পরিবর্তন, পরিমার্জন ঘটিয়ে শিক্ষার মূল্যায়ন পদ্ধতিতে রূপান্তর করে একটা আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ সরকার কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘মাদরাসা শিক্ষাক্রমেও আমরা পরিবর্তন আনছি। ১০০০ নম্বরের বেশি নম্বরে যাতে পরীক্ষা দিতে না হয় সেবিষয়েও কাজ করছি। আমরা শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনীমুখর করে তুলতে চাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি আহসানুল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।