Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন শাকিব খান!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত বছরে ১৭ আগস্ট দেশে ফিরেছিলেন চিত্রনায়ক শাকিব খান। দেশে ফিরেই গণমাধ্যমে বলেছিলেন, এবার চমক নিয়ে আসছেন তিনি। তবে সিনেমায় চমক দেখাতে না পারলেও তার ব্যক্তিজীবনের চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছিল। বুবলির সাথে প্রেম-বিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন। তারপর একেবারেই চুপ মেরে গেছেন। সিনেমা বলতে পুরনো দুটি সিনেমা ‘আগুন’ এবং ‘লিডার : আমিই বাংলাদেশ’-এর কাজ শেষ করেন। নতুন সিনেমা শুরু করতে পারেননি। এবার নতুন খবর এলো শাকিব আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। কিছুদিন আগে দুবাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। সেখান থেকেই নাকি তিনি গত ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন বলে তার ঘনিষ্ট সূত্র জানায়। যুক্তরাষ্ট্র থেকে শাকিব কবে ফিরবেন তা নিশ্চিত নয়। উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ