Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ দিনব্যাপী প্রতিষ্ঠান দু’টির নিকেতনের কার্যালয়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালা। অনুষ্ঠিত হবে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির পর্দায় থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে সরাসরি সম্প্রচারিত গানে গানে বর্ষপূর্তি, কমেডি অনুষ্ঠান ‘বহুরূপী’ এবং বিনোদন জগতের সেলিব্রেটি ও ক্রীড়া জগতের তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘টক-ঝাল-মিষ্টি’ সহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠিক উদ্বোধন করবেন মুত্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক। সাথে থাকবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর রশীদ সিআইপিসহ এশিয়ান টিভির কলাকুশলী ও উর্ধ্বতন কর্মকর্তাগন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ