Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ শ্রীতমার

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

টলিপাড়ায় কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক না মেটানোর একটি বদনাম অনেকদিন ধরেই রয়েছে। মাঝে মধ্যেই বকেয়া আদায়ের জন্যে স্টুডিও পাড়াতে বিক্ষোভ করেন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় এসে সরব হন সিরিয়ালের কলাকুশলীরা। এবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া না মেটানোর অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীতমা দে। যাকে এর আগে দর্শক ‘সাহেবের কাটলেট’ ও ‘মহিষাসুর মর্দ্দিনী’ ছবিতে দেখেছিলেন। এছাড়াও ‘সমরেশ বসুর প্রজাপতি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। শ্রীতমার দাবি, শহরের এক নামী প্রযোজনা সংস্থা তাঁর বাকি পারিশ্রমিক মেটাচ্ছে না। প্রসঙ্গে সংস্থার সঙ্গে যোগাযোগ করেও ফল পাচ্ছেন না তিনি। তাই একপ্রকার বাধ্য হয়েই, নিজের ফেসবুকে বিষয়টি জানিয়ে শ্রীতমা লিখেছেন, ‘বাধ্য হয়ে কর্ণধারের স্ত্রী-কে মেসেজ করি। কিন্তু উনি হয়তো এখনও সময় পাননি দেখার। এ দিকে সংস্থার একের পর এক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে!’ এছাড়াও একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেত্রী পুরো বিষয়টি জানিয়েছেন। তাঁদের প্রতিবেদন অনুযায়ী, শ্রীতমার কথায়, ‘গতবছর অগাস্ট মাসে আমি ওদের একটা ওয়েব সিরিজে অভিনয় করি। অগ্রিম বাবদ প্রথম কিস্তির টাকা ছাড়া এখনও বকেয়া টাকা পাইনি। টাকা চাইতেই এখন ওরা আর কেউ আমার ফোন ধরছেন না। মেসেজের উত্তরও দিচ্ছেন না।’ মফস্বল থেকে কলকাতায় এসেছেন শ্রীতমা। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা তাঁর। ইন্ডাস্ট্রিতে এখনও নিজেকে পোক্ত করতে পারেননি তিনি। তার মধ্যেই অর্থনৈতিক সঙ্কটে ভুগছেন অভিনেত্রী। অভিনেত্রীর আরও দাবি, আমার সঙ্গে ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখ অভিনয় করেছিলেন, তাঁরাও অনেকে প্রাপ্য পারিশ্রমিক পাননি। আমি কলকাতার বাইরের মেয়ে। নিজের সব খরচ নিজেকেই চালাতে হয়। হয়তো বাকিদের হাতে কাজের সংখ্যা বেশি। তাই তাঁদের ক্ষেত্রে পারিশ্রমিক দেরিতে এলেও ক্ষতি নেই। তবে শ্রীতমা তাঁর পোস্টে অভিযুক্ত প্রযোজনা সংস্থার নাম করেননি। তবে অন্যান্য তারকাদের তুলনায় তিনি প্রথমবার নিজের বকেয়া পারিশ্রমিকের কথা জানাতে ফেসবুকে এলেন। তবে নিজের কেরিয়ারের জন্যেই তিনি প্রযোজনা সংস্থার নাম করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ