Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুটিয়ে যাওয়া নিয়ে কটাক্ষের জবাব দিলেন সেলেনা গোমেজ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম পুরস্কার অনুষ্ঠান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, হলিউডের একগুচ্ছ তারকা। ছিলেন, রিয়ানা, শাকিরা, সেলেনা গোমেজ, লেডি গাগাসহ সব গায়িকারা। সেলিব্রিটির উপস্থিতি মানেই সেখানে গুচ্ছ গুচ্ছ খবরের আমদানি হবে, সেটা বলাই বাহুল্য! আর সেলিব্রিটিদের পোশাক নিয়েও দখলদারি থাকবে নেটপাড়ার সেটাও বলা বাহুল্য! আসলে সোশ্যাল মিডিয়ার এখন প্রধান গসিপ সেলিব্রিটিদের পোশাক, বডি শেমিং। অর্থাৎ ঠিকঠাক পোশাক না পরলে পড়বে বডি শেমিংয়ের খেতাব। হলিউডের বিখ্যাত সেলেনা গোমেজ গোল্ডেন গ্লোবসের রেড কার্পেটে হেঁটেছেন। সেদিন তাঁর পরনে ছিল লম্বা টেল সংযুক্ত একটি লম্বা মখমলের কালো গাউন এবং ভ্যালেন্টিনোর ঝলমলে হাতা পরে অত্যাশ্চর্য দেখাচ্ছিল গায়িকাকে। কিন্তু এই পোশাক নিয়েই নেটপাড়ার সমালোচনার শিকার হলেন সেলেনা। জানান, সেলেনার ভারি চেহারায় মোটেও এই পোশাক ভালো লাগছে না। যদিও গায়িকা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতেও পিছপা হননি। এদিন গোমেজ তাঁর ছোট বোন গ্রেসি এলিয়ট টিফানির ইনস্টাগ্রাম লাইভে এসে তাঁর ওজন বৃদ্ধি সম্পর্কে একাধিক কথা বলেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ওজন বৃদ্ধির কারণ তাঁর ভাইবোনের ভালোবাসা। তবে সেলেনা একদমই তাঁর বিদ্বেষীদের হতাশ করেননি। কারণ, তিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী। হুলুর মিউজিক্যাল অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং-এ ম্যাবেল মোরা চরিত্রের জন্যে প্রথম প্রথম গোল্ডেন গ্লোবে মনোনীত হন সেলেনা। তবে এই প্রথম নয়, অতীতে, এহেন কয়েকটি ঘটনাও ঘটেছে যেখানে গোমেজ নিজেই ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। তিনি নিজের চেহারার জন্যে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, তাঁর ওজন সম্পর্কে তিনি খুব একটা বেশি চিন্তা করেন না। এর কারণ হল লোকেরা যেভাবেই হোক তাঁকে সমালোচনা করবেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ