পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : অর্ধবার্ষিকে আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) অব বাংলাদেশ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানা গেছে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৭৯ পয়সা। এর আগের বছর একই সময়ে এটি ছিল ২৭ পয়সা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৫ পয়সা। ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আসে ২০০৬ সালে। এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি, পরিশোধিত মূলধন ১৫১ কোটি ৫০ লাখ ও রিজার্ভ ৭৯ কোটি ২৬ লাখ টাকা। উদ্যোক্তা-পরিচালকদের কাছে বর্তমানে কোম্পানির ৫১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার, বাংলাদেশ সরকারের হাতে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২ দশমিক ৬৮ ও বাকি ১৪ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে। জানা যায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইপিডিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।