Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকের ভিড় বাড়ছে চলচ্চিত্র উৎসবে, সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘বিউটি সার্কাস’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম

দেশি-বিদেশি চলচ্চিত্র নিয়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর পাঁচটি ভেন্যুতে চলছে বিভিন্ন দেশের চলচ্চিত্রের প্রদর্শনী। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) এই উৎসবের চতুর্থ দিন থাকছে দেশি-বিদেশি একগুচ্ছ সিনেমা। তবে তার মধ্যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বহুল আলোচিত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি প্রদর্শিত হবে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে।

দেশীয় বিলুপ্ত প্রায় সার্কাস শিল্প নিয়ে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় গত ২৩ সেপ্টেম্বর। সার্কাসকন্যা ‘বিউটি’-রূপে-সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

নির্মাতা মাহমুদ দিদার বলেন, “নানা প্রতিকুলতার ভেতর দিয়ে মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’-এ সময়ের জন্য অত্যন্ত জরুরি একটি চলচ্চিত্র। রাস্ট্র, সমাজ, লেখক, বুদ্ধিজীবী কিংবা প্রগতিশীল মানুষের হাত ধরেই এ চলচ্চিত্রটি প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। আমাদের দেশের অন্যতম বৃহৎ এ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাই।”

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘বিউটি সার্কাস’ ছাড়াও স্থান করে নিয়েছে হাওয়া, দামাল, পাপপুণ্য, সাঁতাও, দেশান্তরসহ মোট ৯টি ফিচার সিনেমা। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে গেল শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠলো ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের! এবারের উৎসবে উদ্বোধনী ছবি ছিলো বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। আর সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হয় শ্রীলেখা মিত্র পরিচালিত ‘ছাদ’ চলচ্চিত্রটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ