বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে অবৈধ নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করেছে বিজিবি সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক পিএসসি মঙ্গলবার দুপুরের পর জাফরপুরের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে জানান, মুন্সীপুর সীমান্ত ফাঁড়ীর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে রাত্রীকালীন সশস্ত্র টহলদল সীমান্তে টহল পরিচালনা করছিলো। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান খুঁটি ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর গ্রামের এমপির ঘাট নদীর পাড় নামক স্থানে, সোমবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে অবস্থানের পর তারা দেখতে পায় দু’জন অজ্ঞাত ব্যক্তি দুইটি সিন্থেটিকের ব্যাগ বহন করে অবৈধভাবে ভারত থেকে ঢুকছে। ব্যক্তি দুজন বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সশস্ত্র টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল তাদেরকে ধাওয়া করে আটকের চেষ্টা করতে গেলে তারা তাদের সঙ্গে থাকা সিন্থেটিকের ব্যাগ দুটি ফেলে পালিয়ে যায়। কুয়াশা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির অপর টহলদলটি ফেলে যাওয়া ব্যাগ দুইটি উদ্ধার করে তার ভেতরে তল্লাশী চালিয়ে অবৈধ বাংলাদেশী নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা পায়। পরে সেগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলার পর জব্দ করা নগদ টাকা চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।