Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফারাজ’-এর ট্রেইলার প্রকাশ, যা দেখা গেল ট্রেইলারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১১:২৩ এএম

ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ নামে একটি সিনেমা বানিয়েছেন মুম্বাইয়ের পরিচালক হানসাল মেহতা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুযারি। মুক্তির আগে সোমবার (১৬ জানুয়ারি) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ট্রেইলারটি প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা টি সিরিজের ইউটিউব চ্যানেলে। দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারটি ভারত-বাংলাদেশে সাড়া ফেলেছে। ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ট্রেইলারের শুরুতেই পর্দায় লেখা ওঠে ১ জুলাই ২০১৬, ঢাকা, বাংলাদেশ। এটা যে ঢাকা, তা বোঝাতেই যেন দেখানো হয় বাংলাদেশের রাজধানীর চিরচেনা যানজট। গুলশানের হলি আর্টিজান বেকারির আদলে নির্মিত একটি দোতলা রেস্তোরাঁ দেখানো হয় পরের শটেই। ছোট ছোট শটে দেখানো হয় খাবার তৈরিতে কর্মীদের ব্যস্ততা, সেই সঙ্গে ক্রেতাদের আনন্দময় সময় কাটানোর দৃশ্য।

ট্রেইলারের ১৮ সেকেন্ডের মধ্যে পর্দায় হাজির হয় সশস্ত্র জঙ্গি দল। এলোপাতারি গুলি, হত্যা আর চিৎকারে ভারী হয়ে ওঠে রেস্তোরাঁটি। জঙ্গিদের সঙ্গে ফারাজের বাক-বিতণ্ডা, জিম্মিদের অসহায়ত্বের পাশাপাশি দেখানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ট্রেইলারের এক পর্যায়ে জঙ্গিদের জবানে ফারাজ হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘বাংলাদেশের শাহজাদা’ হিসেবে।

সন্তানের জন্য ফারাজের মায়ের আকুতি, জঙ্গিদের সঙ্গে ধর্ম ও মানবিক বিষয় নিয়ে ফারাজের আলাপচারিতা আর উদ্ধার অভিযান দিয়ে শেষ হয় ট্রেইলার। যেখানে জঙ্গিদের উদ্দেশে ফারাজকে বলতে শোনা যায়, “তোমাদের মতো মানুষদের কাছ থেকে আমার ইসলামকে ফিরিয়ে আনতে চাই।”

ফারাজের ট্রেইলারে বাংলাদেশ ও ঢাকার আবহ যুৎসইভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলা যায়; যদিও ঢাকায় এর শুটিং হয়েছে বলে শোনা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর চেহারা, পোশাক ও আচরণ নিয়েও সমালোচনা করার সুযোগ রাখেননি নির্মাতা। জিম্মিদের অসহায়ত্ব ও জঙ্গিবাদের ভয়াবহতার পাশাপাশি ফারাজের সাহসিকতা, কোথাও মেকি ঠেকার মতো নয়।

এই সিনেমায় ফারাজের চরিত্রে অভিনয় করেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর। এরমধ্য দিয়ে বলিউডে আরেক কাপুরের যাত্রা শুরু হল। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালেরও অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ